Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়সমূহঃ

          বাদী                                                     বিবাদী

মোঃ কবির হোসেন             গ্রাম আদালত        ১।  মোসাঃ শায়লা বেগম

পিতাঃ মৃত-করিম শেখ       ORDER SHEET          পিতাঃ মৃতঃ সলিম উদ্দিন

গ্রামঃ কদমতলি                                         ২।  মোঃ আকতার হামিদ

উপজেলাঃ তানোর জেলাঃ রাজশাহী  (অর্ডার সিট)      পিতাঃ মৃতঃ জালাল উদ্দিন

                                           গ্রামঃ কদমতলি

                                           উপজেলাঃ গাবতলি, জেলাঃ বগুড়া  ।

 

কেস নং ৫০/১২-১৫                                      তারিখ ১৫-০৬-২০১৪

০৫নং নেপালতলি গ্রাম আদালত

০৫নং নেপালতলি ইউনিয়ন পরিষদ  উপজেলঃ গাবতলি, জেলাঃ  বগুড়া  ।

 

মোকাদ্দমার নম্বর

তারিখ

যে আদেশ দেওয়া হইল

দস্তখত

৫০/১২-১৫

২৫-০৫-২০১৪

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৫-০৬-২০১৪

 

 

 

 

 

 

 

 

 

 

 

অদ্য ২৫-০৫-২০১৪ ইং রোজ বৃহস্পতিবার মামলার দিন ধার্য।ধার্য দিনে বাদী ও বিবাদীকে যথা রীতি নোটিশ প্রদান করিলে বাদী যথাসময়ে গ্রাম আদালতে হাজির । কিন্তু বিবাদী গ্রাম আদালতে হাজির হয়নি। বিবাদী গ্রাম আদালতে হাজির না হওয়ায় আজকের মতো মামলার কার্যক্রম সমাপ্ত ঘোসনা করা হলো এবং পরবতী কার্য দিবস নির্ধারন করা হলো ।

 

 

 

 
 

 

 

 

অদ্য ১৫-০৬-২০১৪ইং তারিখ মামলার দিন ধার্য । ধার্য দিনে বাদী ও বিবাদীকে নোটিশ প্রদান করিলে বাদী যথা সময়ে গ্রাম আদালতে হাজির কিন্তু বিবাদী গ্রাম আদালতে হাজির হয়নি এমনি কোন প্রকার যোগাযোগও করেনি। যা গ্রাম আদালত অবমাননার মামিল । বিবাদী হাজির না হওয়ায় পরবর্তী কর্ম দিবস চুড়ান্ত নোটিশ প্রদানের আদেশ করে আজকের মতোমামলার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।  

 

 

 

 

 

 

 

 

 

মোকাদ্দমার নম্বর

তারিখ

যে আদেশ দেওয়া হইল

দস্তখত

 

 

২৫-০৬-২০১৪

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অদ্য ‌২৫-০৬-২০১৪ ইং রোজ বৃহস্প্রতিবার মামলার দিন দার্য। ধার্য দিনে বাদী ও বিবাদীকে যথারীতি নোটিশ প্রদান করিলে বাদী যথা সময়ে গ্রাম আদালতে হাজির কিন্তু বিবাদ গ্রাম আদালতে হাজির হয়নি। বিবাদীকে চুড়ান্ত নোটিশ প্রদান করা স্বত্ত্বেও কোন প্রকার যোগাযোগ করেনি যা গ্রাম আদালতে চুড়ান্তভাবে অবমাননার সামিল । চুড়ান্ত নোটিশ প্রদান করা সত্ত্বেও গ্রাম আদালত হাজির না হওয়ায় মামলাটি গ্রাম আদালতের সভাপতি আমলে নেয় । গ্রাম আদালতের সভাপতি উপস্থিত ইউপি সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে এবং বাদীর আরজ বিশ্লেষন পুর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়যে বিবাদীগনের উপস্থিতি ছাড়া এই মামলার সিদ্বান্তে উপীত হওয়া সম্ভব নহে। কিন্তু বিবাদী গন পরপর তিনবার গ্রাম আদালত অবমাননা পুর্বক গ্রাম আদালত হাজির হয়নি। বিবাদী গনের অসহাযোঘীতার কারনে মামলাটি সমাপ্ত করা সম্ভব হলোনা। বিবাদীগনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য বাদীকে উচ্চ আদালতে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো।

 

অতপর আর কোন আলোচনা না থাকায় জনাব সভাপতি সাহেব অএ মামলার কাজ সমাপ্ত ঘোষনা করেন ।