নেপালতলি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে আপনার বাড়ী, দোকান, মিল, কলকারখানা, অফিস ইত্যাদির বিল নেওয়া হয় । সপ্তাহের প্রতিদিন দিবা-রাত্রি বা যে কোন সময়ে অন-লাইনের মাধ্যমে বিল দেওয়া এক সুবর্ন সুযোগ । ইহাতে কোন প্রকার বন্ধ ছাড়াই আপনি যেকোন দিন যেকোন সময়ে আপনার বিদ্যুৎ ব্যবহারের বিল দিতে পারবেন । প্রতি মাসের বিল ছাড়াও এখানে সহজেই বকেয়া বিল প্রদান করতে পারবেন । এক্ষেত্রে ১৫০-১০০০ টাকা বিল পর্যন্ত মাত্র ৬.০০ টাকা চার্জ হিসাবে নেওয়া হবে । কোন ঝামেলা ছাড়াই আপনার ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রে এসে বিল জমা দিন ।