Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার জন্য আবেদনপত্র

 

বরাবর,                                                                                                      তারিখঃ ২১শে আগষ্ট ২০১৩ইং

চেয়ারম্যান

নেপালতলি ইউনিয়ন পরিষদ

গাবতলি, বগুড়া ।

 

বিষয়ঃ    মাতার অংশের জমি ভোগ দখল প্রসঙ্গে ।

 

                   বাদী                                                           বিবাদী

 

১ ।        মোছাঃ আনোয়ারা বেগম                         ১ ।     মোঃ ছালেক মোল্লা

            স্বামীঃ মোঃ আব্দুল মজিদ                                 পিতাঃ মৃত মহিতুল্লা মোল্লা

            গ্রামঃ নেপালতলি, ডাকঘরঃ নেপালতলি        ২ ।    মোঃ হারেজ মোল্লা

            গাবতলি, বগুড়া ।                                        পিতাঃ মৃত ছলিম উদ্দিন

২ ।        মোছাঃ সালেহা বেগম                                     উভয়ের গ্রামঃ নেপালতলি

            স্বামীঃ ডাঃ মোঃ আবুল হোসেন                          নেপালতলি, গাবতলি, বগুড়া ।

            গ্রামঃ ও ডাকঘরঃ নেপালতলি

            গাবতলি, বগুড়া ।

 

জনাব,

 

বিনীত নিনেদন এই যে, আমরা বাদী উপরোল্লেখিত মোছাঃ আনোয়ারা বেগম ও মোছাঃ সালেহা বেগম, পিতাঃ মৃত মহিতুল্লা মোল্লা । আমরা আমাদের মাতার মোট ৬৬ শতাংশ জমির মধ্যে হইতে আমরা দুই বোন ১৬ শতাংশ জমি দখল করিয়া ইহাতে গাছ লাগাই  । কিন্তু আমার বৈমাত্র উল্লেখিত বিবাদীগণ উক্ত জমি জোর করে আমাদের লাগানো গাছ নষ্ট করে পুনরায় গাছ লাগায় । উক্ত জমিটি আমাদের সহদর ভাইরা অংশ মোতাবেক বাহির করিয়া দেন । আমাদের লাগানো গাছ কেটে নতুন করে গাছ লাগানো হলো ইহার একটি সুবিচারের জন্য আপনার সমীপে আবেদন করিতেছি ।

 

অতএব, অনুগ্রহ করে উপরোক্ত বিষয়টি সরেজমিনে তদন্ত করে ইহার একটি সুষ্ঠু বিচারের ব্যবস্থা গ্রহন করিতে আপনার মর্জ্জি হয় ।

 

                                                                                                 বিনীত নিবেদীকা,

 

 

                                                                                           (মোছাঃ আনোয়ারা বেগম)

 

 

                                                                                              (মোঃ সালেহা বেগম)