কালের স্বাক্ষী বহনকারী ইছামতি গজারিয়া নদীর তীরে গড়ে উঠা গাবতলি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নেপালতলি ইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ নেপালতলি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, তথ্য সেবা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
স্থান : নেপালতলী ইউনিয়ন কমপেস্নক্স ভবন,
ইউনিয়নের : আয়তনঃ ৩০.৫৫ বর্গ কিলোমিটার।
মোট মৌজার সংখ্যা - ১৬টি, এমআর আর/এসএ - ১১টি মৌজা, আরএস- ৫টি মৌজা, মোট জমির পরিমান- ৮৫৬১.১২ একর, মোট খতিয়ান সংখ্যা- ৫৮৯৫টি, মোট রেজিষ্টারের সংখ্যা - ৯৫টি, মোট হোল্ডিং সংখ্যা - ১২৬৭১টি, মোট কৃষি জমির পরিমান- ৮১২৯.৪৮ একর, মোট অকৃষি জমির পরিমান- ১৩১.৬৪ একর, মোট খাস জমির পরিমান- ৩৮৬.৪০ একর, মোট কৃষি খাস জমির পরিমান- ৪.৩৪ একর, অফিসি খাস জমির পরিমান - ৩৮২.০৬ একর
২ । নিজ কাঁকড়ার বিল ১৬৭৬ দাগে : ৮.৪৬ একর, ৩ । ডঙর বিল ২৮৩১ দাগে : ০.৬৪ একর, ৪ । দুরামারি বিল ১৮৭৬ দাগে : ১.১৩ একর, ৫ । বয়ালমারী বিল ৭৮৩ দাগে : ৩.৫৬ একর,
খাস পুকুরের সংখ্যা : ৩টি, ১ । সানাইতপুকুর ২১৬৫ : ২১৯৯ দাগে : ৩.৭৪ একর, ২ । বুরুজ আদর্শ গ্রামের পুকুর ৩৪৬ দাগে : ০.৬৬ একর
৩ । চকডঙর আদর্শ গ্রামের পুকুর ৬৯২ দাগে : ১.৮৯ একর, ১৪৪ দাগে : ২.৯২ একর, মোট : ৪.৮১ একর
হাটবাজার ৬টিঃ ১ । নেপালতলী ইউনিয়ন হাট, ২ । নেপালতলি বাজার বাসষ্ট্যান্ড বাজার, ৩ । বুরুজ বাজার, ৪ । কদমতলী হাট, ৪ । লাঠিগঞ্জ সুখানপুকুর হাট, ৫ । এস, এ কলেজ হাট, ৬ । আদুরবাজার
আদর্শগ্রামঃ ২টিঃ ১ । চকডঙর আদর্শ গ্রাম, ২। বুরুজ আদর্শ গ্রাম
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ : ১৫০টি, মন্দির : ১৮টি, ঈদগাহ মাট : ১৮টি, কবর স্থান : ৭টি, শ্মশান : ৫টি
দেবত্তর সম্পত্তি
মৌজা আকন্দপাড়া - ৩০৫ দাগে : ০.০৭ একর, মৌজা মমিনহাটা ৪৩০ - ৮৮৬ দাগে: ০.০২ একর, মৌজা নেপালতলী ৫ দাগে : ০.২৮ একর
মৌজা চকরাধিকা ৮৫১ দাগে : ০.১৯ একর
১ । জনসংখ্যাঃ
২ । খানার সংখ্যা : ১১,৯০০ পরিবার
৩ । জমির পরিমান : ৭,৫৫২ একর
৪ । আয়তন ও মৌজা : ৪৩.৪৯ বর্গ কিলোমিটার
মোট মৌজা : ১৬টি
ক) নাম – ৫নং নেপালতলি ইউনিয়ন পরিষদ ।
খ) আয়তন – (বর্গ কিঃ মিঃ), গ) লোকসংখ্যা –.. .. . ... . .. .. .জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী), ঘ) গ্রামের সংখ্যা –. .৫২ টি, ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি, চ) হাট/বাজার সংখ্যা - ৭ টি, ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/সিএনজি/ভ্যান/রিক্সা/নছিমন/ভটভটি/হোন্ডা/কার/মাইক্রো ইত্যাদি । জ) শিক্ষার হার – . .. . .. । (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী), সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৪টি, উচ্চ বিদ্যালয় : ৪টি, জুনিয়র স্কুল : ১টি, মাদ্রাসা/মক্তব : ২০ টি, ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ জুলফিকার হায়দার গামা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি, ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই, ঠ) ইউপি ভবন স্থাপন কাল – .. . . . .. . . . ইং, ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ : ০১/০৬/২০১১ইং, ২) প্রথম সভার তারিখ : ১২/০৭/২০১১ ইং, ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ : ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
ত্রিমোহনী, জাতহলিদা, ধনঞ্জয়, সাতটিকরী, কেশবেরপাড়া, বুরুজ, তেরপাকী, ঈশ্বরপুর, সুখানপুকুর, শালুকগাড়ী ,নেপালতলি, দক্ষিণ সরাতলি, নিজকাকড়া, পুটিয়ারঘোন, নিশ্চিন্তপুর, উত্তর সরাতলি, পারকাঁকড়া, কাজলাপাড়া, সোনাপুর, কদমতলি, বিলসরলিয়া শাহবাজপুর, আকন্দপাড়া, রহিমারপাড়া, ডঙর, চক ডঙর, ডিহি ডঙর, আমতলিপাড়া, চকরাধিকা, ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন, ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন, ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন, ৪) অফিস সহকারী –১ জন।
প) ইউনিয়ন তথ্য সেবা - ১টি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস