Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নেপালতলি ইউনিয়ন পরিষদ

 

কালের স্বাক্ষী বহনকারী ইছামতি গজারিয়া নদীর তীরে গড়ে  উঠা গাবতলি  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নেপালতলি ইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ নেপালতলি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, তথ্য সেবা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

স্থান           :   নেপালতলী ইউনিয়ন কমপেস্নক্স ভবন,          

ইউনিয়নের   :  আয়তনঃ ৩০.৫৫ বর্গ কিলোমিটার।

 

মোট মৌজার সংখ্যা - ১৬টি, এমআর আর/এসএ - ১১টি মৌজা, আরএস- ৫টি মৌজা, মোট জমির পরিমান- ৮৫৬১.১২ একর, মোট খতিয়ান সংখ্যা- ৫৮৯৫টি, মোট রেজিষ্টারের সংখ্যা - ৯৫টি, মোট হোল্ডিং সংখ্যা - ১২৬৭১টি, মোট কৃষি জমির পরিমান- ৮১২৯.৪৮ একর, মোট অকৃষি জমির পরিমান- ১৩১.৬৪ একর, মোট খাস জমির পরিমান- ৩৮৬.৪০ একর, মোট কৃষি খাস জমির পরিমান- ৪.৩৪ একর, অফিসি খাস জমির পরিমান - ৩৮২.০৬ একর

 

বর্তমানে বন্দোবসত্মযোগ্য কৃষি খাস :   ১.০৮ একর, অকৃষি বন্দোবসত্মযোগ্য কৃষি খাসঃ  : ০.১৬ একর, অর্পিত সম্পত্তি :  ৫৫.২৩ একর

পরিত্যাক্ত সম্পত্তি :  নাই, ২৫ বিঘার উর্ধ্বে মালিক  :  ১১ জন, জমির পরিমান :  ১২৯.০৫ একর, সংস্থার জমির পরিমান  : ৭২.৭৯ একর

সংস্থার হোল্ডিং সংখ্যা :  ২০টি- ২৫ বিঘার নিম্নে হোল্ডিং সংখ্যা  : ১১৬৭৮টি, অকৃষি হোল্ডিং সংখ্যা  : ৮৭৭টি, ২৫ বিঘার নিম্নে হোল্ডিং সংখ্যা  : ১১৬৭৮টি, বাণিজ্যিক হোল্ডিং সংখ্যা  :  ৯৬টি, ওয়াকফ জমির পরিমান :  ৬৩.১৬ একর, সায়রাত মহল ২০ একরের উর্ধ্বে        :  জলমহল  ১ । কাঁকড়ার বিল ১ দাগে  :  ৪১.৪৩ একর, ২ । বুরম্নঙ্গির বিল ১৬৮৮ দাগে  :  ৩৯.৩৬ একর,  ২০ একরের নিম্নে জল মহল -  ধনঞ্জয় বিল ২৯৩ দাগে :  ৬.৩০ একর, ১৮১১ দাগে  :  ১.৬৩ একর   মোট : ৭.৯৩ একর

 

২ ।     নিজ কাঁকড়ার বিল ১৬৭৬ দাগে    :     ৮.৪৬ একর, ৩ ।  ডঙর বিল ২৮৩১ দাগে  :  ০.৬৪ একর, ৪ ।  দুরামারি বিল ১৮৭৬ দাগে  :   ১.১৩ একর, ৫ । বয়ালমারী বিল ৭৮৩ দাগে  :   ৩.৫৬ একর,

 

খাস পুকুরের সংখ্যা :  ৩টি, ১ ।  সানাইতপুকুর  ২১৬৫ :  ২১৯৯  দাগে  :  ৩.৭৪ একর, ২ ।  বুরুজ আদর্শ গ্রামের পুকুর  ৩৪৬ দাগে :   ০.৬৬ একর

৩ । চকডঙর আদর্শ গ্রামের পুকুর ৬৯২ দাগে  :  ১.৮৯ একর, ১৪৪ দাগে : ২.৯২ একর,   মোট  :  ৪.৮১ একর

 

 

হাটবাজার ৬টিঃ   ১ । নেপালতলী ইউনিয়ন হাট, ২ ।  নেপালতলি বাজার বাসষ্ট্যান্ড বাজার, ৩ ‍।  বুরুজ বাজার, ৪ ।  কদমতলী হাট, ৪ ।    লাঠিগঞ্জ সুখানপুকুর হাট, ৫ ।  এস, এ কলেজ হাট, ৬ । আদুরবাজার


আদর্শগ্রাম‍ঃ    ২টিঃ   ১ ।   চকডঙর আদর্শ গ্রাম, ২। বুরুজ আদর্শ গ্রাম

 

শিÿা প্রতিষ্ঠানঃ     

 

বিশ্ববিদ্যালয় কলেজ‍ঃ   ১টি  - সৈয়দ আহম্মদ কলেজ,  মাধ্যমিক বিদ্যালয়  : ৪টি, জুনিয়র হাইস্কুল- ১টি  প্রাথমিক বিদ্যালয় : ২৪টি

 

ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ : ১৫০টি, মন্দির : ১৮টি,  ঈদগাহ মাট :  ১৮টি, কবর স্থান :  ৭টি,  শ্মশান  :  ৫টি



দেবত্তর সম্পত্তি

মৌজা আকন্দপাড়া - ৩০৫ দাগে :  ০.০৭ একর,  মৌজা মমিনহাটা ৪৩০ -  ৮৮৬ দাগে: ০.০২ একর,  মৌজা নেপালতলী ৫ দাগে      :   ০.২৮ একর

মৌজা চকরাধিকা ৮৫১ দাগে   :  ০.১৯ একর

 

 

১ ।  জনসংখ্যাঃ 

 

                          

২ ।   খানার সংখ্যা        :      ১১,৯০০ পরিবার

৩ ।   জমির পরিমান      :      ৭,৫৫২ একর

৪ ।   আয়তন ও মৌজা   :      ৪৩.৪৯ বর্গ কিলোমিটার

      মোট মৌজা           :      ১৬টি

 

 

ক) নাম – ৫নং নেপালতলি ইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন –             (বর্গ কিঃ মিঃ), গ) লোকসংখ্যা –.. .. . ... . .. .. .জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী),  ঘ) গ্রামের সংখ্যা –. .৫২  টি,  ঙ) মৌজার সংখ্যা – ১৬ টি, চ) হাট/বাজার সংখ্যা - ৭ টি,  ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/সিএনজি/ভ্যান/রিক্সা/নছিমন/ভটভটি/হোন্ডা/কার/মাইক্রো ইত্যাদি ।  জ) শিক্ষার হার – . .. . .. । (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী), সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৪টি, উচ্চ বিদ্যালয় :  ৪টি,  জুনিয়র স্কুল  :  ১টি, মাদ্রাসা/মক্তব : ২০ টি, ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ জুলফিকার হায়দার গামা

ঞ)  গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি, ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই, ঠ) ইউপি ভবন স্থাপন কাল –  .. . . . .. . . . ইং, ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ  : ০১/০৬/২০১১ইং, ২) প্রথম সভার তারিখ    : ১২/০৭/২০১১ ইং, ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ : ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

ত্রিমোহনী, জাতহলিদা, ধনঞ্জয়, সাতটিকরী, কেশবেরপাড়া, বুরুজ, তেরপাকী, ঈশ্বরপুর, সুখানপুকুর, শালুকগাড়ী ,নেপালতলি, দক্ষিণ সরাতলি, নিজকাকড়া, পুটিয়ারঘোন, নিশ্চিন্তপুর, উত্তর সরাতলি, পারকাঁকড়া, কাজলাপাড়া, সোনাপুর, কদমতলি,  বিলসরলিয়া  শাহবাজপুর, আকন্দপাড়া, রহিমারপাড়া, ডঙর,  চক ডঙর, ডিহি ডঙর, আমতলিপাড়া, চকরাধিকা,  ।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

 ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন, ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন, ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন,  ৪) অফিস সহকারী –১ জন।

প)  ইউনিয়ন তথ্য সেবা  - ১টি ।